ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বিরল প্রজাতির ১ টি কচ্ছপের দেখা মিলেছে। বনবিভাগ নিশ্চিত করেন এটি একটি বিরল প্রজাতির জলপাই রঙা কচ্ছপ। যার ওজন প্রায় ৫০ কেজি। ধারনা করা হয় কচ্ছপটি শীতের দিনে রৌদ পোহাতে তীরে উঠলে বালুর মধ্যে আটকা পরে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) মনপুরা রেঞ্জাধীন পঁচাকোড়ালিয়া বিটের আওতাধীন চর পাতালিয়ায় জেলেরা কচ্ছপটিকে বালুর মধ্যে আটকে থাকতে দেখে।
তৎক্ষনাৎ জেলেরা বনবিভাগের টহলটিমকে ফোন করে জানালে বনবিভাগ অক্ষত অবস্থায় কচ্ছপটি উদ্ধার করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে কচ্ছপটি মনপুরার দখিনা হাওয়া সী বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করেন।
এ বিষয়ে পঁচাকোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, কচ্ছপটি বিরল প্রজাতির জলপাই রঙা কচ্ছপ। যার ওজন প্রায় ৫০ কেজি। হরহামেশাই এত বড় কচ্ছপের দেখা মিলে না। জেলেরা আমাদের ফোনো জানলে আমাদের টহলটিম দ্রুত কচ্ছপটি উদ্ধার করি। পরে স্থানীয়দের উপস্থিততে কচ্ছপটি মেঘনা নদীতে অবমুক্ত করি।
টিএইচ